A Heart to Heart with Vidushi Suranjana Bose

Vidushi Suranjana Bose – Her Music and Life 

A program hosted by Maitreyee Chakraborty

January 30th, 7:30pm EST

Facebook Live on Tagore, me and you page

Vidushi Suranjana Bose is an Indian Classical Vocalist representing the esteemed Patiala Gharana of Khayal and the prestigious Benaras (Purav Ang) Gharana of semi classical genre like Thumri, Dadra, Chaiti,Kajri, Hori etc. 

Suggested donation: $10/more. All proceeds will go to the artist, Vidushi Suranjana Bose.
Here is the paypal link:
If you use Venmo, here is the Venmo ID
@Maitreyee-Chakraborty
এই পোস্ট টা লিখতে গিয়ে রবীন্দ্রনাথ এর ওই গানের পঙক্তি টি মনে এল –
‘গানের ঝর্‌নাতলায় তুমি সাঁঝের বেলায় এলে।
দাও আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে।’
গানের ঝরনাতলায় সোনার বরন সুরের ধারা নিয়ে আসছেন এক অনন্যসাধারণ শিল্পী – বিদুষী সুরঞ্জনা বসু। ৩০ শে জানুয়ারি, Tagore, Me, and You পেজ থেকে, লাইভ। হ্যা সাঁঝের বেলাতেই তিনি আসছেন – 7:30 PM এ ।
সব্বাইকে আমন্ত্রণ জানালাম, তোমাদের শোনাতে চাই যে । আর সনির্বন্ধ আবেদন টিকিট সংগ্রহ করার।
কিছুদিন থেকেই এই মানুষটির গান শোনার বাসনা জেগেছে মনে। এখন উনি রাজী, তাই ভাবছি, আমি যদি শুনি, সকলে কেন নয়?
আমি বড় ভালবাসি তাঁর সাধনা, তাঁর সুর ও তাঁর নরম আলোর মতন ব্যক্তিত্ব। সুরের সাথে তাঁর ঘরবসত , তাঁর ছাত্রীরা ‘গুরু মা’ কে ‘মা’ বলেই জানে । ৩০ শে জানুয়ারি উনি শোনাবেন নানা semi classical বাংলা গান, ভজন, নজরুল সঙ্গীত এবং আরও অনেক। বলবেন তাঁর জীবনের কথা, গানের মধ্যে বুঁদ হয়ে থেকে পথ হাঁটার কথা।
সুরঞ্জনা দির গানের পৃথিবী সম্পর্কে দু একটি কথা না বললেই নয়।
খেয়াল, ঠুংরি ভজন, চৈতি, দাদরা, কাজরী হোরি সব ক্ষেত্রেই তার অনায়াস বিচরণ। ৩২ বছর তালিম নিয়েছেন পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিদুষী মীরা বন্দ্যোপাধ্যায় এর কাছে। Semi classical এর তালিম দীর্ঘ ২৪ বছর ধরে পদ্মবিভূষণ শ্রীমতী গিরিজা দেবী র কাছে। এ ছাড়া বাংলা গান শিখেছেন পুরবী দত্ত, সুকুমার মিত্র, অমলেন্দু বিকাশ কর এবং অনসুয়া মুখোপাধ্যায় এর কাছে। সুরঞ্জনা দি নিখিল ভারত সঙ্গীত পরিষদ এর কাছ থেকে পেয়েছেন সংগীত কলাবিদ সম্মান, Salt Lake Cultural Association এর থেকে ‘যদুভট্ট ‘, ঠুংরি তে গিরিজা দেবী পুরস্কার ‘সর্বোত্তম কলাকার’।
আসছ তো সবাই?
Please do support this incredible musician. Thank you!